Murad Khan
প্রযুক্তির মাধ্যমে আপনার জীবনে সুখ তৈরি করাই আমার সাধনা

My Story
প্রযুক্তির প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই। আইসিটি নিজে শেখার পাশাপাশি অপরকে শেখানোতেই আমার ভালো লাগা।
কর্মজীবন শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং দিয়ে। পরবর্তীতে ২০১৩ সালে যোগদান করি বিসিএস শিক্ষা ক্যাডারে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হয়েও সুযোগ হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাস নেয়ার। পাশাপাশি কর্মস্থলে আইসিটি বিষয়ক বিবিধ দায়িত্ব পালন করেছি। সুযোগ হয়েছে আইসিটি বিষয়ে ইন-হাউস প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে কাজ করার ।
বিভিন্ন সময়ে আইসিটি বিষয়ক বিবিধ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – ২০১৬ সালে অনুষ্ঠিত ”৪০ দিনের Advanced ICT Training”. চট্টগ্রাম টিটিসি অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছিলাম।
২০১৭ তে শিক্ষার্থীদের বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ ও যথাযথ পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছি BD ICT CLUB. যতদিন সুযোগ হয়েছে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে গেছি। সেখান থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে বর্তমানে অনেক শিক্ষার্থী নিজেদের চাকুরির ব্যবস্থা করে নিয়েছে, কেউবা ব্যবসা করছে, কেউ যুক্ত হয়েছে ফ্রিল্যান্সিংয়ে। গড়ে উঠছে ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, ডিজিটাল মার্কেটার ইত্যাদি।
বর্তমানে কাজ করছি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটির ব্যবহার এবং ই-কমার্স মার্কেটিং নিয়ে। আপনার যদি এ বিষয়ক কোন পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন হয় তবে নিচে দেয়া আমার মেসেন্জার ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ থাকল।
অনার্স প্রথম বর্ষ “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের নতুন সিলেবাস অনুসারে লিখেছি “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বই। এটি Ai এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। যা বাংলাদেশের প্রথম Ai ভিত্তিক একাডেমিক বই। এই বইয়ের কনটেন্ট প্রিভিউ নিচে দেয়া হলো।
